April 25, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনার থাবা এবার নববর্ষের গণেশ পূজায়

নিজস্ব প্রতিনিধি: গুটিগুটি পায়ে আরো একটি নতুন বছর আমাদের সামনে। হাতে গোনা কয়েক দিন পরই পয়লা বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষ। বাংলা নববর্ষ মানেই প্রতি দোকানে দোকানে হালখাতা সঙ্গে গণেশ পুজো। কিন্তু এবছর বাংলা নববর্ষ এবং গণেশ পুজোয় থাবা বসিয়েছে করোনা। বর্তমান পরিস্থিতিতে করোনা মোকাবিলায় গোটা দেশের পাশাপাশি গোটা রাজ্য এবং মালদা জেলা জুড়ে চলছে লকডাউন। এমত অবস্থায় মুদিখানা, সবজি দোকান এবং আংশিক সময়ের জন্য মিষ্টির দোকান খোলা থাকলেও বাকি সমস্ত ধরনের দোকানপাট এমনকি অফিস কাছারি বন্ধ। এমত অবস্থায় এবছর পয়লা বৈশাখ উপলক্ষে হালখাতা এবং গণেশ পূজো দোকানে দোকানে হবে কিনা তা এখন বিশবাঁও জলে। আর তাতেই সমস্যায় পড়েছেন মালদা জেলার শিল্পীরা। ইংরেজ বাজারের কাঞ্চনটার গ্রামের এক শিল্পী কৃষ্ণ দাস জানান, প্রতিবছর তারা এই দিনটির জন্য অপেক্ষা করেন। এবছর তিনি প্রায় হাজারটি গণেশ মূর্তি তৈরি করেছেন। কিন্তু এবছর দোকানে দোকানে গনেশ পূজা হবে কিনা তারা বুঝে উঠতে পারছেন না। কারণ বর্তমানে করোনা মোকাবিলায় সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে। এমতাবস্থায় মাথায় হাত পড়েছে তাদের মতো শিল্পীদের। তাই তারা রাজ্য সরকারের কাছে আর্জি জানিয়েছেন আর্থিক সাহায্যের।