April 18, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

আম আদমির বিপদ বাড়িয়ে আসছে ‘আমফান’, পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস

রাজ্য জুড়ে করোনা আবহের মধ্যেই উপস্থিত নয়া বিপদ। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে শনিবার বিকেলের মধ্যেই। শুরুতে ওই ঘূর্ণিঝড়ের অভিমুখ উত্তর-পশ্চিম দিকে থাকলেও, পরে তা বাঁক নিয়ে উত্তর-পূর্ব দিকে এগোবে। আবহাওয়া বিজ্ঞানীরা মনে করছেন, ওই বাঁকেই লুকিয়ে রয়েছে বিপদ। কতটা গতিতে বাঁক নিচ্ছে, তার উপরেই নির্ভর করবে ঘূর্ণিঝড়টি কোথায় আছড়ে পড়বে।

তাইল্যান্ড এই ঝড়ের নাম দিয়েছে আমফান। আবহাওয়া বিজ্ঞানীদের ধারণা, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে সোম-মঙ্গলবার। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বাতাসের গতিবেগও থাকবে ঘণ্টায় ৬৫ থেকে ৯০ কিলোমিটারের আশপাশে।