March 30, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

অসহায় মানুষদের পাশে দাঁড়াল বালুরঘাটের রাসকালীমাতা মন্দির কর্তৃপক্ষ

নোভেলকরোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দশে চলছে লক ডাউন। আর এই পরিস্থিতিতে একদিকে যেমন কর্মহীন হয়েছেন অসংগঠিত শ্রমিক সম্প্রদায়, আবার পথবাসী ভিক্ষাজীবীদের দুবেলার খাবার যোগাতেও দেখা দিচ্ছে অনিশ্চয়তা। ফলে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন তারা। এই দুঃস্থ মানুষদের খাবারের যোগান দিতে এবার উদ্যোগ নিয়েছে বালুরঘাটের তপন রাসকালীমাতা মন্দির কর্তৃপক্ষ। বালুরঘাটের তপন, হিলি সহ বেশ কিছু এলাকায় সমাজের আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের রান্না করা খাবার যগান দিচ্ছেন তারা। গত ৩ দিন ধরে চলছে তাঁদের এই কর্মসূচী। এরপাশাপাশি পুজো কমিটির আবেদন তাদের এই মহৎ কাজে যদি সাধারন মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে তারা জেলার বিভিন্ন প্রান্তের অসহায় মানুষের মুখে অন্ন সংস্থান করা যাবে।