September 23, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

শহিদ বাবলু সাঁতরার বাড়িতে রাজ্যপাল

সস্ত্রীক পুলওয়ামায় শহিদ বাবলু সাঁতরার বাড়িতে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখানে তিনি দীর্ঘক্ষণ সময় কাটালেন বাবলু সাঁতরার পরিবারের সাথে। সূত্রের খবর, পূর্বের সূচি অনুযায়ী মঙ্গলবার হাওড়ায় বাবলু সাঁতরার বাড়িতে যান রাজ্যপাল। কথা বলেন বাবলুর মা বনমালীদেবী ও স্ত্রী মিতার সঙ্গে। কিন্তু বাবলু সাঁতরাকে শ্রদ্ধা জানাতে এদিন রাজ্যপাল তাঁদের বাড়ি যেতেই ফের কান্নায় ভেঙে পড়লেন বনমালীদেবী। বাবলুর ছবির সামনেই বনমালীদেবীকে সান্ত্বনা দিলেন রাজ্যপাল। তাঁদের হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দেন তিনি। ধনকড় বলেন, দেশের জন্য বাবলুর যা অবদান, তা কোনওভাবে টাকার বিনিময়ে মেটানো সম্ভব নয়। ভবিষ্যতেও সাঁতরা পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। ঘণ্টাখানেক সেখানে থাকার পর চেঙ্গাইলের একটি স্কুলের উদ্দেশে রওনা হন রাজ্যপাল। সেখানে একটি ভেন্ডিং মেশিন উদ্বোধনের পর কলকাতায় ফিরবেন তিনি।