April 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

শঙ্খধনীর মাধ্যমে দুঃস্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন ইংরেজবাজার বিধায়ক

নিজস্ব প্রতিনিধি মালদা, : শঙ্খধনীর মাধ্যমে দুঃস্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন ইংরেজবাজার বিধায়ক নিহার রঞ্জন ঘোষ।
বৃহস্পতিবার ইংরেজবাজার ব্লকের মহদিপুর অঞ্চলের পিয়াসবাড়ি এলাকায় প্রায় ৩০০ দুঃস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। মহদিপুর গ্রাম পঞ্চায়েত সদস্য টুনু ঘোষের উদ্যোগে দুঃস্থ গ্রামবাসীদের মধ্যে বিতরণ করা হয় খাদ্য সামগ্রী।
এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন, ইংরেজবাজার বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, স্থানীয় তৃণমূল নেতা সুনীল ঘোষ, উজ্জ্বল সিংহ সহ অন্যান্যরা।
এদিন দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী দেওয়ার সময় শঙ্খ বাজান স্থানীয় মহিলারা। প্রথমে খাদ্য সামগ্রী তুলে দেন বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। এরপর এলাকার প্রায় ৩০০ গরিব মানুষের হাতে তুলে দেওয়া হয় খাদ্য সামগ্রী।
এই বিষয়ে নিহার রঞ্জন ঘোষ বলেন, বর্তমানে লকডাউনের কারণে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে। সেই সমস্ত মানুষের জন্য পঞ্চায়েত সদস্যা টুনু ঘোষের উদ্যোগে তাদের মধ্যে চাল এবং আলু বিতরণ করা হয়।