December 10, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

বিশ্বভারতীতে যাওয়ার জন্য হেলিকপ্টার পাবেন রাজ্যপাল, সিদ্ধান্ত জানাল রাজ্য সরকার

অবশেষে রাজ্যপালের হেলিকপ্টার বিতর্কে ইতি। রাজ্যপাল জগদীপ ধনকড়কে হেলিকপ্টার দেওয়ার সিদ্ধান্তের কথা জানাল রাজ্য সরকার। সূএের খবড়, মাস কয়েক আগে মুর্শিদাবাদ জেলা সফরে যাওয়ার জন্য রাজ্য সরকারের কাছে হেলিকপ্টার চেয়েছিলেন রাজ্যপাল। কিন্তু সেই জেলা সফরের নির্ধারিত দিন পেরিয়ে গেলেও মেলে নি হেলিকপ্টার। তার ফলে সড়ক পথেই সফরে যান তিনি। কিন্তু এরপর ৬ ফেব্রুয়ারি বিশ্বভারতীতে তাঁর এক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কথা। সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য হেলিকপ্টার দেওয়া হবে তাঁকে। প্রসঙ্গগত আগামী ৭ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় শুরু হবে বাজেট অধিবেশন। তার শুরুতে বক্তৃতা দেবেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তবে এবিষয় অনেকের মতামত ঠিক তার আগেরদিন রাজ্যপালের বিশ্বভারতীতে যাওয়ার কথা বলেই হয়তো হেলিকপ্টার দেওয়া হবে বলে।