April 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- আবারো বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে, এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে, ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর ভগবানপুর থানার মোহাম্মদপুর এলাকায়, বিজেপির দলীয় সূত্রে জানা যায় তৃণমূলের কিছু দুষ্কৃতী বাহিনী হঠাৎ তাদের ওপর চড়াও হয় এবং মারধর করে বলে অভিযোগ, এই ঘটনায় আহত হয় দুই বিজেপি কর্মী, আহত বিজেপি কর্মীদের ভগবানপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে, পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের তমলুক হাসপাতালে স্থানান্তরিত করা হয়, এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে, যদিও এই ঘটনা অস্বীকার করেছে শাসক দল, পাল্টা বক্তব্য এই ঘটনার সঙ্গে কোনো রকম ভাবে তৃণমূল জড়িত নয়, অন্য দিকে বিজেপির পক্ষ থেকে ভগবানপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ভগবানপুর থানার পুলিশ।