September 22, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

বাইরের লোকের প্রবেশ নিষেধ, রাস্তায় ব্যারিকেড দিলেন গ্রামবাসীরা

যেখানে রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে রাজ্য প্রশাসন বর্তমান মহামারী ভাইরাস সম্বন্ধে সাধারণ মানুষকে সচেতন করছে, শুধু তাই নয় একাধিকবার বার্তার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে, শুধু তাই নয় অন্য দিকে বার্তা দেয়া হচ্ছে বাইরের রাজ্য থেকে শুরু করে বাইরের জেলা র কোন ব্যাক্তি এলে ব্যক্তিগত স্বাস্থ্য দপ্তরের সাথে যোগাযোগ করে,কিন্তু সেই বার্তাকে তোয়াক্কা না করে কিছু অসচেতন ব্যক্তি রয়েছে যারা বাইরে থেকে এসে সরাসরি নিজের বাড়িতে অথবা গ্রামে প্রবেশ করছে।

এবার সেই ব্যাপারে পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার আমলাট দক্ষিণ কৃষ্ণনগর যুক্ত পল্লী গ্রামের মানুষ সচেতন হয়েছে। তাই শনিবার থেকে আপাতত এই গ্ৰামে বাইরের লোকের প্রবেশ নিষেধ করে বাঁশ, ব্যারিকেড দিয়ে প্ল‍্যাকার্ড লাগিয়ে আলাদা গেটও তৈরি করা হয়। তাছাড়া সরকারের নির্দেশ অনুযায়ী লক ডাউনকে সব রকম ভাবে সফল করতে চান ওই গ্ৰামের বাসিন্দারা।