September 22, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ১৯ লাখ, বাড়ছে আতঙ্ক

দেশে লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বেড়ে চলেছে. গত কয়েকদিন ধরেই ২৪ ঘণ্টায় সংক্রমণের সংখ্যা ৫০ হাজারের উপরে থাকছে। বৃহস্পতিবারও তার ব্যতিক্রম হল না। এই নিয়ে টানা ৮ দিন এই ঘটনা ঘটল। আরও নতুন সংক্রমণে দেশে করোনায় আক্রান্তের মোট সংখ্যা ছাড়িয়ে গেল ১৯.৬ লাখ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ৫৬,২৮২ জন। একদিনে মৃত্যু হয়েছে আরও ৯০৪ জনের।
বৃহস্পতিবার সকালে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্য়া হয়েছে ১৯,৬৪,৫৩৬। এখনও চিকিত্‍‌সাধীন রয়েছেন ৫,৯৫,৫০১ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৩,২৮,৩৩৬ জন। এখনও পর্যন্ত দেশে সুস্থতার হার ৬৭.৬%। গত ২৪ ঘণ্টা সেরে উঠেছেন ৪৬,১২১ জন। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪০,৬৯৯। মৃতের হার ২.১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে ৬,১৯,৬৫২ জনের কোভিড পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।