April 21, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

দুই ভাইয়ের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য বালুরঘাটের চকভবানী এলাকা


নিজেস্ব প্রতিনিধি, করোনা আতঙ্কের মধ্যেই একই দিনে দুই ভাইয়ের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল বালুরঘাট শহরের মহিলা মহাবিদ্যালয় সংলগ্ন চকভবানী এলাকায়। মৃত দুই ভাইয়ের নাম নিশীথ ঘোষ ও বিপ্লব ঘোষ। নিশীথ ঘোষ পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক। এবং বিপ্লব ঘোষ পেশায় সরকারি কর্মী। গতকাল দুই ভাই অসুস্থ হয়ে পড়লে তাদের বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। কি ভাবে মারা গেল দুই ভাই তা নিয়ে ধন্দে রয়েছে পরিবার থেকে স্থানীয় বাসিন্দা সকলেই। সোমবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার বিশাল পুলিশবাহিনী৷ গোটা ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। যদিও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুই ভাই অনলাইনে মদ কিনে খেয়েছিল। সেই জন্য মৃত্যু কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।