December 7, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

জ্বালানি নিয়ে গন্ডগোল মেয়ে ও বাবার মধ্যে

নিজস্ব প্রতিনিধিঃ জ্বালানি নিয়ে গন্ডগোল মেয়েও বাবার মধ্যে। না থাকবে বাস না বাজবে বাঁশরী এমন ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ এর চার নাম্বার বোচা ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পূর্ব তরঙ্গপুর এলাকায়। গোলাম মোস্তফা আর তার মেয়ে রিনা খাতুন মধ্যে গন্ডগোল বাঁধে পাটখড়ি জলানি নিয়ে। গোন্ডোগোলের মধ্য মেয়ে পাট রিনা খাতুন পাট খড়ি মধ্যে আগুন লাগিয়ে দেয়। জ্বালানি বাবা রান্না করার জন্য নিলে বাপ বেটির মধ্যে গন্ডগোল লেগে যায় বেটি রিনা খাতুন পাঠ খড়ি তে আগুন লাগিয়ে দেয় ও পুড়ে ছাই পাট খড়ি সহ রান্নাঘর আগুনের খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসে কালিয়াগঞ্জ থেকে দমকলের একটি ইঞ্জিন। গ্রামবাসী ও দমকল কর্মীর উদ্যোগে আগুন এর উপরে নিয়ন্ত্রণ আনা হয়। বাবা-মেয়ের গন্ডগোলে আতঙ্কে রয়েছে এলাকার প্রতিবেশীরা। এই নিয়ে এলাকায় একটি সালিশি সভা বসে ও জনগণ বাবা-মেয়ের গন্ডগোল মিটানোর চেষ্টা করা হয়। আগামী দিনে আগামী দিনে এই ধরনের যেন ঘটনা না ঘটে এই নিয়ম কাগজ কলমে লেখা পড়ি হয়।