November 29, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে ছুটি পেলেন দুই ব্যক্তি


নিজেস্ব প্রতিনিধি, রায়গঞ্জ করোনা হাসপাতাল থেকে দুই আক্রান্ত রোগী সুস্থ হওয়ায় রবিবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান জানিয়েছেন, উত্তর দিনাজপুর জেলার চোপড়া এবং চাকুলিয়া ব্লকের দুই জন করোনা সংক্রামন নিয়ে রায়গঞ্জ করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর চিকিৎসায় পর তারা সুস্থ হওয়ায় রবিবার তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। পাশাপাশি বাড়ি গিয়েও তাদের হোম করোন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও করোনার হাত থেকে রেহাই পেতে কি কি সর্তকতা মূলক ব্যবস্থা অবলম্বন করতে হয় সেব্যাপারেও তাদের সচেতন করা হয়েছে।

মুখ্যস্বাস্থ্য আধিকারিক আরো জানিয়েছেন, রায়গঞ্জ কলকাতার একটি বেসরকারি হাসপাতালের তিন কর্মির শরীরে করোনা উপসর্গ দেখা দিয়েছিল। তাদের লালারস পরীক্ষার পর করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর ওই তিন কর্মীর চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন তারা। রবিবার তাদেরও হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

করোনা আক্রান্ত ব্যাক্তিরা হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় তাদের ফুল ছিটিয়ে অভিনন্দন জানানো হয়। সাথে হাসপাতালের গাড়িতেই তাদের বাড়িতে পৌছে দেওয়া হয়।