September 23, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

আজ জগন্নাথ দেবের স্নানের পর জ্বরে কাবু হয়ে গৃহবন্দী হয়ে থাকবেন জগন্নাথ দেব

লকডাউন এর মধ্যেই মায়াপুর ইসকনে প্রথা ও রীতি অনুযায়ী শুরু হলো জগন্নাথের স্নান যাত্রা উৎসব। স্নান যাত্রার মধ্য দিয়েই জগন্নাথের শরীরে চলে আসবে জ্বর। জ্বরে কাবু হয়ে গৃহবন্দী হয়ে থাকবেন তিনি। রথের দিন রাজ বেশে রাজ রথে করে ভক্তদের মাঝে অবর্তীর্ণ হবেন এবং পরিচিত হবেন। প্রতিবার মায়াপুর ইসকন স্নান যাত্রা হত মহাসমারোহে। বর্তমানে লকডাউনের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মানুষ এবং ভক্তদের বিশৃঙ্খলা এড়াতে ল্যান্ড অফিসের ঘরের মধ্যেই জগন্নাথ স্নান যাত্রা অনুষ্ঠিত হলো।