জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে এবার এক ছাত্রীকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠল ওই বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া রাঘবেন্দ্র মিশ্র নামে এক যুবকের বিরুদ্ধে। সূত্রের খবর, ABVP’র সঙ্গে তার কোনও যোগাযোগ না থাকলে সবসময় গেরুয়া পোশাক পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে বেড়াত রাঘবেন্দ্র।
অভিযোগ, গত বুধবার নির্যাতিতা ছাত্রীটিকে অভিযুক্ত যুবক নিজের হোস্টেল রুমে ডেকে পাঠায়। তারপর মেয়েটি সেখানে যেতেই তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে যৌন নির্যাতন করার চেষ্টা করে। প্রথমে এই ঘটনার জেরে হকচকিয়ে গেলেও পরে চিৎকার করতে শুরু করেন ওই ছাত্রীটি। পাশাপাশি ঘরে থাকা অ্যালার্ম বেল বাজিয়ে দেন। এই বেলের আওয়াজে হোস্টেলের নিরাপত্তা কর্মীরা ছুটে আসতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত যুবক। যদিও শেষ রক্ষা হয়নি। তাকে ধরে ফেলে নিরাপত্তা রক্ষীরা। পরে মেয়েটি গিয়ে স্থানীয় বসন্তকুঞ্জ থানায় অভিযোগ জানাতেই রাঘবেন্দ্রকে গ্রেপ্তার করা হয়। তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।