
DA ইস্যুতে বাঁকুড়ার সভাতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | সেই সঙ্গে রাজ্যের প্রতি আর্থিক বঞ্চনার জন্য ফের সরাসরি কেন্দ্র সরকারকে বিধলেন তিনি | মানুষের প্রতি তার দায়বদ্ধতা আছে কিন্তু তিনি ম্যাজিশিয়ান নয় | এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী |
বকেয়া DA না মেটালে আগামী 20-21 ফেব্রুয়ারি রাজ্যজুড়ে কর্ম বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ | মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি বিক্ষোভ নিয়ে বিশেষ কিছু না বললেও তিনি বাঁকুড়ার সরকারি সভা থেকে বললেন, “আমি ম্যাজিশিয়ান নই|টাকাটা যোগাড় করতে হয় | কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও ৩ শতাংশ DA আমরা দিয়েছি” |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়