সিএএ বিরোধী মঞ্চে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে ফের গ্রেপ্তার হল উত্তর প্রদেশের চিকিৎসক কাফিল খান। তবে তাঁর গ্রেপ্তারি ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন মহলে উঠেছে প্রশ্ন। সূত্রের খবর, গত ১৩ ডিসেম্বের কাফিল খানের বিরুদ্ধে সিভিল লাইনস পুলিস স্টেশনে এফআইআর দায়ের করা হলে ৪০ দিন পর তাঁকে গ্রেপ্তার করল পুলিশ। CAA বিরোধী মুম্বাইবাগের আন্দোলনে যোগ দিতে বুধবার সেখানে যান কাফিল খান। বৃহস্পতিবার তাঁর কর্মসূচি ছিল। কিন্তু তার আগেই মুম্বই বিমানবন্দর থেকে গতকাল রাতে তাঁকে গ্রেপ্তার করে উত্তর প্রদেশ পুলিসের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। জানা গিয়েছে, কাফিল খানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। উল্লেখ্য, ২০১৭ সালে গোরক্ষপুরের বিআরডি হাসপাতালে অক্সিজেনের অভাবে ৬৩ জন শিশুমৃত্যুর ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল কাফিল খানকে। কিন্তু যথাযথ প্রমাণের অভাবে ২০১৮ সালের সেপ্টেম্বরে তাঁকে মুক্ত করা হয়। এবার CAA বিরোধিতায় উসকানিমূলক বক্তব্যের জন্য আবারো তাঁকে গ্রেপ্তার করা হল।