September 27, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

CAA’র সমর্থন মিছিলে ধুন্ধুমার ঝাড়খণ্ডের লোহারদাগা

ঝাড়খণ্ডের লোহারদাগায় CAA’র সমর্থন মিছিলে হামলা চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। জখম হয়েছেন একাধিক জন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে। সূত্রের খবর, সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে হিন্দুত্ববাদী সংগঠনও তরফে আয়োজিত মিছিলে হামলা চালায় দুষ্কৃতীরা। মিছিলে থাকা মানুষদের মারধর করার পাশাপাশি পাথরও ছোঁড়ে তারা। রাস্তার ধারে থাকা প্রচুর গাড়িতে আগুন লাগিয়ে দেয়। চারিদিকে উত্তেজনা দেখা দিলে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। পরিস্থিতিকে আয়ত্তে আনতে মতায়েম করা হয় বিশাল পুলিশবাহিনী। তারপরই গোটা এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়।