CAA’র প্রতিবাদে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হলেন ৭৫ বছরের এক সিপিএম কর্মী। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরের তুকোগঞ্জ এলাকায়। মৃত ব্যক্তির নাম রমেশ প্রজাপত। সূত্রের খবর, সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর থেকেই প্রতিবাদে সরব হয়ে উঠেছিলেন ওই বৃদ্ধ। বিভিন্ন কর্মসূচিতেও অংশগ্রহণ করছিলেন তিনি। শুক্রবার ইন্দোরের তুকোগঞ্জ এলাকার গীতা ভবন স্কোয়্যারের বি আর আম্বেদকরের মূর্তি সামনে চলা বিক্ষোভে আচমকা নিজের শরীরে আগুন ধরিয়ে দেন ওই ব্যক্তি। ঘটনাটি পুলিশকে ফোন করে জানায় কর্মসূচিতে উপস্থিত মানুষরা। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে পুলিশ। গত রবিবার বিকালে হাসপাতালেই মৃত্যু হয় ওই ব্যক্তির। ওই সিপিএম কর্মীর ব্যাগ থেকে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধী কিছু লিফলেট উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।