বাংলাতে নিম্নচাপের হাত ধরে প্রবেশ করতে চলেছে বর্ষা, জানাচ্ছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর সূ্ত্রে খবর, আগামী শুক্রবার উত্তর বঙ্গোপসাগরের উপর তৈরি হচ্ছে নিম্নচাপ। নিম্নচাপের হাত ধরেই বঙ্গে বর্ষা প্রবেশের প্রবল সম্ভাবনা, জানাচ্ছেন আবহাওয়া দফতর। ১১ জুনের পর রাজ্যে বাড়বে বৃষ্টিপাত, হাওয়া অফিস সূত্রে খবর এমনটাই। আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে দুই বঙ্গের জেলাগুলিতেই বাড়বে বৃষ্টিপাত। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৬ ডিগ্রি সেলসিয়ায় এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস।

                                        
                                        
                                        
                                        
More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী