মালদা, ঃ-চারটি চোরাই মোটর বাইক সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ।
শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে ইংরেজবাজার থানার অমৃতি পঞ্চায়েত অফিসের সামনে থেকে চোরাই মোটর বাইক সহ দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুষ্কৃতীদের নাম আলিম শেখ (৪০)। বাড়ি পুখুরিয়া থানার মাদিয়া ঘাট এলাকায়।
আরেকজনের নাম, দৌলত শেখ (৩৫)। বাড়ি ইংরেজবাজার থানার বটতলী এলাকায়।
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় চারটি চোরাই মোটর বাইক।
শনিবার থেকে মালদা জেলা আদালতে তোলা হয়।
তবে এই ঘটনায় ভিন রাজ্যের পাচার চক্র জড়িয়ে রয়েছে কিনা সঙ্গে তা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
More Stories
যাত্রীচাপ সামলাতে পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিল মেট্রোরেল কর্তৃপক্ষ
দক্ষিণবঙ্গে শীতের ছন্দপতন
30 ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী