ঘূর্ণীঝড় ইয়াসের প্রভাব পড়ল রেলে। ২৪ মে এবং ২৯ মে প্রায় ২৫ টি ট্রেন বাতিল করল পূর্ব রেলওয়ে। একটি বিবৃতি পেশ করে এই তথ্য প্রকাশ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সেই সঙ্গে প্রকাশ করা হয়েছে বাতিল ট্রেনের তালিকাও। ধানবাদ-রাঁচি এক্সপ্রেস স্পেশাল, ধানবাদ-হাওড়া এক্সপ্রেস স্পেশাল, রাঁচি-দেওঘর এক্সপ্রেস স্পেশাল, মুজফ্ফরপুর-হাওড়া এক্সপ্রেস স্পেশাল, সহ একাধিক ট্রেন বাতিল. পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত এই সব ট্রেন বন্ধ থাকবে বলেই জানিয়েছে রেল। এমনকী ইয়াসের মোকাবিলা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য ও কেন্দ্রীয় মন্ত্রকের সঙ্গে বৈঠকও করেছেন।

More Stories
গ্রাহক বৃদ্ধিতে রেকর্ড গড়ল জিও
জিও ইনস্টিটিউট এবং INSMA সফল ভাবে সমাপ্ত করল ক্রীড়া ব্যবস্থাপনা সম্মেলন
ডঃ মাশেলকরের সংবর্ধনা অনুষ্ঠানে কি বললেন মুকেশ আম্বানি