লাতিন আমেরিকার দেশ হাইতির রাজধানী পোর্ট আউ প্রিন্স সংলগ্ন কেনসকফ এলাকায় রোজ ম্যারি লুইস নামে একটি অনাথ আশ্রম চালায় পেনসেলভেনিয়ার একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সূত্রের খবর, ওই অনাথ আশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হল ১৫ জন শিশুর। জানা গিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত নটা নাগাদ আচমকা আগুন লেগে যায় ওই অনাথ আশ্রমে। সেখানে থাকা কিছু শিশু বাইরে বেরিয়ে আসলেও আটকে পড়ে ১৫ জন। তাদের মধ্যে দুজন আগুনে পুড়ে মারা যায়। আর বাকিরা আগুনের ধোঁয়ার কারণে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। ওই অনাথ আশ্রমের এক কর্মচারী লুইস জানান, আচমকা বিদ্যুৎ চলে গিয়েছিল। খারাপ ছিল জেনারেটরও। এর ফলে মোমবাতি জ্বালানো হয়েছিল।
রাত নটার সময় আশ্রমের মধ্যে হঠাৎ আগুন দেখতে পেয়ে ছুটোছুটি করতে শুরু করে ওখানে থাকা শিশুরা। আশ্রমে কাজ করা কর্মচারীরা তাদের অনেককে বাইরে বের করে আনতে সমর্থ হলেও ১৫ জন ভিতরে আটকে পড়ে। যদিও কিছুক্ষণ বাদে তাদের উদ্ধার করে স্থানীয় ব্যাপিস্ট মিশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। মৃত শিশুদের মধ্যে বেশিরভাগের বয়স ছিল ১০ থেকে ১১ বছরের মধ্যে। তবে কি কারনে লাগল এই আগুন তার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।