
মালদা-ইংলিশবাজার শহরের ৩ নম্বর গভর্নমেন্ট কলোনির মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকায় দু’দিনের বৃষ্টিতে প্লাবিত গোটা এলাকা। বৃষ্টির পাশাপাশি ড্রেনের জল জমে রয়েছে ক’দিন ধরেই। রাস্তা দিয়ে যাতায়াত করতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। ইংলিশবাজার পুরসভার প্রশাসনিক মন্ডলীর চেয়ারম্যান নীহার ঘোষকে বলা হলেও কোনও কাজ করেন নি বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এই অবস্থায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন তাঁরা। এক বাসিন্দা কৌশিক দত্ত বলেন, ‘কয়েক দিন ধরেই রাস্তাটি প্লাবিত। ফলে যাতায়াত একরকম করাই যাচ্ছে না। পুরসভাতে বলেও কোনও কাজ হচ্ছে না। আমরা চাই দ্রুত এই সমস্যার সমাধান হোক।’
More Stories
প্রতি বছরের মতো এবারও জনযন্ত্রণায় ঘাটালবাসী
নিম্নচাপের জোড়াফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে বাংলা
দক্ষিণবঙ্গে ফের গরমে হাঁসফাঁস দশা