কলকাতা – এলগিন রোডে এক সদ্যজাত শিশুকে ফেলে রেখে পালিয়ে যেতে চান এক ব্যক্তি। কিন্তু ওখনাকার বাসিন্দা ও পথচলতি মানুষ ব্যাপারটা বুঝতে পেরে ধরে ফেলেন সেই ব্যক্তিকে এবং খবর দেন কলকাতা পুরসভার 70 নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর অসীম বসুকে। খবর যায় ভবানীপুর থানায়।
আপাতত ব্যক্তিটিকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে এবং শিশুটিকে রাখার ব্যবস্থা করেছেন কো-অর্ডিনেটর অসীম বসু। ওই ব্যক্তি তার নাম বলতে পারলেও তার বাড়ি কোথায় বলতে পারছেন না। ব্যক্তিটির মানসিক ভারসাম্য কম বলেই পুলিশ মনে করছেন।

More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী