
কলকাতা – এলগিন রোডে এক সদ্যজাত শিশুকে ফেলে রেখে পালিয়ে যেতে চান এক ব্যক্তি। কিন্তু ওখনাকার বাসিন্দা ও পথচলতি মানুষ ব্যাপারটা বুঝতে পেরে ধরে ফেলেন সেই ব্যক্তিকে এবং খবর দেন কলকাতা পুরসভার 70 নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর অসীম বসুকে। খবর যায় ভবানীপুর থানায়।
আপাতত ব্যক্তিটিকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে এবং শিশুটিকে রাখার ব্যবস্থা করেছেন কো-অর্ডিনেটর অসীম বসু। ওই ব্যক্তি তার নাম বলতে পারলেও তার বাড়ি কোথায় বলতে পারছেন না। ব্যক্তিটির মানসিক ভারসাম্য কম বলেই পুলিশ মনে করছেন।
More Stories
মোবাইল চোর সন্দেহে যুবককে ধরে বেধড়ক গণপিটুনির অভিযোগ
বিধানসভায় মুকুল রায়ের অবস্থান কী? তা জানতে কলকাতা হাই কোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা
সাতসকালে ভয়ংকর দুর্ঘটনা