নিয়ন্ত্রন হারিয়ে পুকুরের জলে পড়ে গেল পুলকার। ঘটনাটি ঘটেছে, হুগলীর পোলবায়। পুলকারটি ১৪ জন শিশু নিয়ে পড়ুয়া নিয়ে শ্রীরামপুর থেকে চুঁচুড়া খাদিনামোড়ের দিকে যাচ্ছিল। এরপরই ওই পুলকারটি সামনে থাকা একটি লরিকে ধাক্কা মারে, এবং নিয়ন্ত্রন হারিয়ে পুকুরে পড়ে যায় লরিটি। ঘটনায় গুরুতর আহত চালকসহ পড়ুয়ারা। জানা গিয়েছে ওই গাড়িটিতে চালক সহ মোট ১৪ জন শিশুছিল। ঘটনার পর ছুটে আসে স্থানীয়রা। তারা পুকুর থেকে উদ্ধার করে শিশুদের। পড়ে পুলকারের চালক ও শিশুদের চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে আসা হয়। তারমধ্যে দুই পড়ুয়ার অবস্থা আশঙ্খা জনক হওয়ায় ভর্তি আইসিইউ তে। সূএের খবর, জখম শিশুদের চিকিৎসার বিষয়ে দেখতে আসেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়।