January 25, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা আবহে শীতলা দেবীর আরাধনায় মাতলেন মহিলারা

মালদাঃ-করোনা আবহে শীতলা দেবীর আরাধনায় মাতলেন মহিলারা।
শনিবার সকালে করোনা পরিস্থিতিতে মুখে মাস্ক পরে শীতলা পূজায় ব্রতী হন মালদা শহরের কৃষ্ণপল্লি সিংপাড়া এলাকার মহিলারা।
করোনা আবহে মুখে মাক্স পড়ে বিধিনিষেধের পাশাপাশি নিয়ম নিষ্ঠার সাথে পূজা-অর্চনায় সামিল হন এলাকার মহিলারা।
তারা জানিয়েছেন পরিবারের মঙ্গল কামনা করে শনিবার তারা ব্রতী হন শীতলা পূজায়। এদিন যতক্ষণ মহিলারা শীতলা পূজা করেন ততক্ষণ এলাকায় নিয়ম মেনে রান্না করেননি গৃহিণীরা।
তবে করোনা পরিস্থিতি থাকলেও বিধিনিষেধ মেনে পুজোর আয়োজন করেন এলাকার মহিলারা।