ফেব্রুয়ারী মাসের প্রায় মাঝামাঝি এখন। এমনও পর্যন্ত কিন্তু শীতের আমেজ অনুভব করা যাচ্ছে। তবে এবার বাড়তে শুরু করেছে তাপমাএা, যদিও তাপমাএা বাড়লেও শহরে শীতের আমেজ বজায় রয়েছে। সকালের দিকে তাপমাএা বাড়লেও রাতের তাপমাএা কিন্তু স্বাভাবিকের থেকে নীচে থাকছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাএা ১৫.২ ডিগ্রী সেলসিয়াস। পাশাপাশি আগামী দু’তিন দিনে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। হাওয়া অফিস সূএে জানা গিয়েছে, আগামী কয়েকদিনে বৃষ্টির কোন পূর্বাভাস নেই। এবার আসতে আসতে বিদায়ের পথে হাঁটছে শীত।