ভোট মিটতে এই আংশিক লকডাউন এর পথে হাঁটল রাজ্য সরকার।গতকাল শেষ হয়েছে রাজ্যের অষ্টম দফার তথা শেষ দফার নির্বাচন।আর আজ নবান্ন থেকে জারি করা এক নির্দেশে বলা হয়েছে,দোকান বাজার খোলা থাকবে সকাল সাতটা থেকে দশটা বিকাল তিনটে থেকে পাঁচটা। অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে,শপিং মল,সিনেমা হল,জিম,সুইমিং পুল,বিউটি পার্লার,স্পা।যে কোনো ধরনের অনুষ্ঠানে জমায়েত বন্ধ থাকবে।খোলা থাকবে মুদিখানা দোকান,ওষুধের দোকান ও মেডিকেল সামগ্রীর দোকান।আর এই নির্দেশ জারির পর রাজ্যের বিভিন্ন জায়গায় মাইক প্রচার শুরু করে পুলিশ স্থানীয় মিউনিসিপালিটি কর্পোরেশন পৌরসভা ! সংশ্লিষ্ট এলাকার থানার পক্ষ থেকে বাজারে জন সাধারনের উদ্যেশ্যে মাইক প্রচার করে সরকারী নির্দেশ জানিয়ে দেওয়া হয়।বিনা প্রয়োজনে বাড়ি থেকে না বেরোনো বেরোলেও মাস্ক পড়া বাধ্যতা মূলক বলে জানানো হয়।
More Stories
শুক্রবার সকালে কলকাতার তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে
রাজভবনে মুখোমুখি হচ্ছেন রাজ্যপাল আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী
এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির