June 29, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

জীবিত থাকলেও ভোটার তালিকায় তিনি মৃত, এমন ঘটনার সম্মুখীন বছর পঞ্চাশের এক মহিলা

মালদাঃ- জীবিত থাকলেও ভোটার তালিকায় তিনি মৃত।মানিকচক বিধান সভার একটি বুথে ভোট দিতে গিয়ে জানতে পারে তিনি মৃত,এমনই ঘটনার সম্মুখীন হতে হলো বছর পঞ্চাশের এক মহিলার। ভোট দিতে না পেরে বুথের মধ্যেই ঠায় হয়ে বসে রইল সত্যবালা মন্ডল নামে ওই মহিলা।ঘটনা মানিকচক বিধানসভার 112 নম্বর বুথের মানিকচক শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে। ওই মহিলার অভিযোগ করে বলেন,আজ সকালে ভোট দিতে গিয়ে ভোট কর্মীরা বলেন আপনি ভোট দিতে পারবেন না আপনি মারা গিয়েছেন তানে সত্যবালা মন্ডল হতাস হয়ে পরে তিনি বলেন, মাস চারেক আগে তার বাবার মৃত্যু হয়েছে কিন্তু আমাকে ভোটার হিসেবে মৃত বলে দেখানো হয়েছে।স্থানীয় বিএলও ভুলবশত কারণে তালিকার মধ্যে বাবার বদলে তার নাম মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত প্রিসাইডিং অফিসার সহ বুথ আধিকারিকরা ওই মহিলাকে ভোট দিতে দিলেন না।