দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের কেশাইল গ্রামে বিজেপি নেতা মেঘনাথ দেবনাথের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল।
ঘটনাটি ঘটেছে বুধবার রাত্রি আনুমানিক বারোটা নাগাদ। অগ্নিসংযোগের ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। উল্লেখ্য বিধানসভা নির্বাচনের পূর্বে কদিন আগেই বোমাবাজির ঘটনায় হরিরামপুর বিধানসভার কেশরাইল এলাকা খবরের শিরোনামে উঠে এসেছিল। ভোট পরবর্তী সময়ে রাজনৈতিক হিংসার ঘটনায় আবারও উত্তপ্ত হয়ে উঠলো কেসরাইল এলাকা। ঘটনার পরই ঘটনাস্থলে এসে পৌঁছায় হরিরামপুর থানার পুলিশ বাহিনী। পাশাপাশি সকাল থেকেই এলাকায় বসানো হয়েছে পুলিশ টিম। বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল ও অগ্নিসংযোগ হওয়া বাড়ি পরিদর্শনে আসেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার। ঘটনায় সম্পূর্ণরূপে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগের আঙুল তুলে দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার সকাল থেকেই শুনশান কেশরাইল এলাকা। যদি অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি। হরিরামপুর থানার পুলিশ পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।
More Stories
চলতি সপ্তাহেই ফের ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে
ফের নিম্নচাপ বঙ্গে
ফের জুনিয়র ডাক্তারদের বৈঠকে আহ্বান