June 30, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

মাস্ক না পরায় এবার জনসম্মুখে কান ধরে উঠবস

ক্যানিং:সারা দেশ তথা রাজ্যের সাথে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং এ গত কয়েকদিন করোনা সংক্রমণ দিনের পর দিন বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে প্রশাসনের তরফ থেকে রাস্তায় বেরোলেই মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। এ নিয়ে বহুবার প্রশাসনের তরফ থেকে সচেতন বার্তা দেওয়া হয়েছে এলাকার মানুষকে। তবুও সব কিছু অগ্রাহ্য করে কিছু মানুষজন মাস্ক ছাড়াই রাস্তায় বেরিয়ে পড়ছেন। আর এই সমস্ত দায়িত্ব জ্ঞানহীন লোকেদের বিরুদ্ধে কড়া ব্যাবস্থা নিল ক্যানিং থানার পুলিশ। বুধবার ক্যানিং থানার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে মাস্ক হীন অবস্থায় যারা রাস্তায় বেরিয়েছে তাদেরকে ধরে রাস্তায় জন সমক্ষে কান ধরে উঠবস করানো হল। পাশাপাশি এদেরকে মাস্ক বিলি করে কয়েকজনকে গ্রেফতার ও করেছে পুলিশ। করোনা সংক্রমণ রুখতে পুলিশ এই কড়া পদক্ষেপ নেবে বলেই জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকে।