
করোনা আক্রান্ত সিপিএম নেতা সুজন চক্রবর্তী । মঙ্গলবার বুকের সিটি স্ক্যান করার পর চিকিৎসকের পরামর্শে বাইপাসের ধারে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি হন তিনি। বুধবার, ভোররাতে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। আপাতত তিনি স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। তবে তাঁর শরীরে করোনার মৃদু উপসর্গ রয়েছে। সিপিএম পলিটব্যুরোর সদস্য হান্নান মোল্লা ও নীলোৎপল বসুও করোনা আক্রান্ত।
দেশে বেড়েই চলেছে করোনা সংক্রমণের হার । করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত । সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্র আর দিল্লির। এই রাজ্যেও ইতিমধ্যে বেশ কয়েকজন প্রার্থী করোনা আক্রান্ত হয়েছেন। মূর্শিদাবাদের সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক ও জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর মৃত্যু হয়েছে । যার জেরে দুই কেন্দ্রে ভোটগ্রহণ পিছিয়ে গিয়েছে। বনগাঁর প্রাক্তন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরও করোনায় আক্রান্ত । রবিবার গভীর রাতে বেলেঘাটা আইডি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। চুঁচুড়ার তৃণমূল প্রার্থী অসিত মজুমদারও গত সপ্তাহে আক্রান্ত হয়েছেন কোভিডে। বীরভূম জেলার মুরারইয়ের বিদায়ী বিধায়ক আব্দুর রহমানেরও মৃত্যু হয়েছে কোভিডে।
More Stories
প্রতি বছরের মতো এবারও জনযন্ত্রণায় ঘাটালবাসী
নিম্নচাপের জোড়াফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে বাংলা
দক্ষিণবঙ্গে ফের গরমে হাঁসফাঁস দশা