
দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত এক চালক গুরুতর জখম আরও তিন জন। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে এশিয়ান হাইওয়ে-৪৮ এর উপড় গয়েরকাটা-ধুপগুড়ির মাঝে ডুডুয়া সেতু সংলগ্ন এলাকায়।
এদিন রাত আনুমানিক রাত ১টা নাগাদ প্রচন্ড বৃষ্টির মাঝে গয়েরকাটার দিক থেকে আসা একটি তেলবাহী ট্যাঙ্কার ও ধূপগুড়ির দিক থেকে আসা একটি সর্ষে তেল বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে লরিটি উল্টে নয়ানজুলিতে পরে যায়।
সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যায় ট্যাঙ্কারের চালক। গুরুতর আহত হয় তার সহকারী ও অন্যগাড়ির চালক ও সহকারী।
বিকট শব্দে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় প্রত্যেককে উদ্ধার করে নিয়ে যায় ধুপগুড়ি থানার পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা।সকাল হতেই ধূপগুড়ি থানার পুলিশের সামনেই দুর্ঘটনাগ্রস্ত সরষে তেলের লরি থেকে অবাধে চলল তেল লুট।
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়