“প্রথম ভোটদান, প্রথম রক্তদান” স্লোগান তুলে রবিবার কালিয়াগঞ্জ সঞ্জীবনী সেবা সমিতির পরিচালনায় ও ব্যবস্হাপনায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। এইদিন কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী নাটমন্দির প্রাঙ্গনে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন হয়।
১৮ বছর বয়সী নতুন ভোটার তথা যুব সম্প্রদায়কে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে এই মানবিক প্রয়াস কালিয়াগঞ্জ সঞ্জীবনী সেবা সমিতির। এদিনের শিবিরে স্বেচ্ছায় রক্তদান করা নতুন ভোটারদের শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন কুনোর ভারত সেবাশ্রম সংঘের স্বামী জ্যোতিমর্য়ানন্দ মহারাজ, নসিরহাট বিশ্বদেব মঠের স্বামী শিবাত্মানন্দ মহারাজ।
ভারতীয় জনতা পার্টির প্রার্থী সৌমেন রায় এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করলেন প্রচার এর ফাঁকে
ব্লাড ডোনার্স ফোরামের জেলা সম্পাদক সুব্রত সরকার, প্রাক্তন পুরপ্রধান কার্তিক পাল, কানাই শেঠ প্রমুখ। সঞ্জীবনী সেবা সমিতির সভাপতি তথা রক্তদান আন্দোলনের মুখ সন্তোষ বেঙ্গানীর পৌরোহিত্য এবং সম্পাদক বিশ্বজিত মহন্তের তত্বাবধানে এদিনের শিবিরে সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় রায়গঞ্জ জেলা ব্লাড ব্যাঙ্কের হাতে।
প্রথম ভোটদান, প্রথম রক্তদান” শীর্ষক অভিনব এই প্রয়াস সম্পর্কে সঞ্জীবনী সেবা সমিতির সভাপতি সন্তোষ বেঙ্গানী বলেন সমাজসেবার শ্রেষ্ঠদান রক্তদান। নতুন প্রজন্মকে স্বেচ্ছায় রক্তদান উৎসাহিত করতে এই মানবিক প্রয়াস।
More Stories
উৎসবের মরশুম শেষ হতে না হতেই বঙ্গে বেশ ঠান্ডার আমেজ
উত্তুরে হাওয়া প্রবেশ করেছে বঙ্গে
আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত