:মুর্শিদাবাদ :মুর্শিদাবাদে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সাগরদীঘি থানার পুলিশের সক্রিয় ভূমিকায় আগ্নেয়াস্ত্রসহ ধৃত এক উদ্বেগ বাড়ল পুলিশের। ধৃত ব্যাক্তির নাম সুরাজ সেখ (২৫)।তার বাড়ি বহরমপুরের নিয়াল্লিশপাড়ার মুন্ডায়পাড়া এলাকায় বলে জানা গিয়েছে। গতকাল বিকেলের দিকে গোপনসুত্রে খবর পেয়ে সাগরদীঘি থানার মিল্কি গ্রামের এলাকা থেকে পুলিশ আটক করে সুরাজ সেখকে ।হাত বদলের জন্য সাগরদীঘি এলাকায় আসে সে।ধৃত ব্যাক্তির কাছ থেকে তিনটি দেশি পাইপগান ও চার রাউন্ড গুলি পাওয়া যায়। ধৃত ব্যাক্তিকে পাঁচ দিনের পুলিশি হেফাজত চেয়ে জঙ্গীপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়।তবে বিধানসভা ভোটের কয়েক সপ্তাহ আগে সাগরদীঘি থানা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় সংশ্লিষ্ট মহলের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এমনিতেই ভোটের আগে জেলার রাজনীতির উত্তাপ যথেষ্ট বেশি। ফলে কোথায় আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল, কীভাবে তা নিয়ে আসা হয়েছিল, যাবতীয় বিষয় খতিয়ে দেখা হবে বলে সাগরদিঘী থানার পুলিশ সূত্রের খবর।
More Stories
উৎসবের মরশুম শেষ হতে না হতেই বঙ্গে বেশ ঠান্ডার আমেজ
উত্তুরে হাওয়া প্রবেশ করেছে বঙ্গে
আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত