December 23, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

নেতাদের ফৌজদারি রেকর্ডের বিবরণ দলীয় ওয়েবসাইটে তুলতে নির্দেশ সুপ্রিম কোর্টের

এতদিন আমরা স্বচ্ছ ভারত মিশনের কথা শুনেছি। তবে এবার রাজনীতিতে স্বচ্ছ অভিযানের পথে সুপ্রিম কোর্ট। সূত্রের খবর, দুর্বৃত্তায়ন রুখতে নেতাদের ফৌজদারি রেকর্ডের বিবরণ দলীয় ওয়েবসাইটে তুলতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এমনকি প্রার্থীদের অপরাধের রেকর্ডও ওয়েবসাইটে তোলার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। শীর্ষ আদালতের নির্দেশ, এ ব্যাপারে রাজনৈতিক দলগুলিকে বিস্তারে জানাতে হবে যে সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের আদৌ কোনও শাস্তি হয়েছিল কিনা।

দলীয় ওয়েবসাইটের পাশাপাশি সংবাদমাধ্যম, সোশ্যাল মিডিয়াতেও বিস্তারে জানাতে হবে। তারপর সেরকম কাউকে নির্বাচনে প্রার্থী করা হলে, কেন করা হল, তারও ব্যাখ্যা ওয়েবসাইটে সংশ্লিষ্ট দলকে দিতে হবে। ভোটে জয়ের সম্ভাবনা রয়েছে, এই যুক্তিতে কোনও অভিযুক্তকে প্রার্থী করা ঠিক নয় বলে স্পষ্ট মত সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্ট আরও বলেছে, যদি কোনও রাজনৈতিক দল এই নির্দেশ অমান্য করে বা নির্বাচন কমিশন সেই অনুযায়ী ব্যবস্থা না নেয়, তবে তা আদালত অবমাননা হিসেবেই গণ্য হবে।