বালুরঘাট ; লোকশিল্পিদের আয়োজিত অনুষ্টানে হাজির থাকার পাশাপাশি লোকশিল্পিদের মিছিলে হাটলেন বালুরঘাট আসনের তৃনমুল প্রার্থী শেখর দাশ গুপ্ত।
বুধবার দুপুরে বালুরঘাট শহরের একটি প্রেক্ষাগৃহে স্থানিও লোকশিল্পিদের দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানে জেলা তৃনমুলের নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রার্থী শেখর দাশ গুপ্ত। তার সাথে উপস্থিত থাকা প্রায় হাজার খানেক জেলার লোকশিল্পিদের সাথে পরিচয় পর্ব সারেন তৃনমুল প্রার্থী। পাশাপাশি তাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য ও রাখেন তিনি। এরপরেই উপস্থিত শিল্পিদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় তারা সবাই এখান থেকে ফিরে গিয়ে নিজ নিক এলাকায় শেখর বাবুকে জেতানোর জন্য ঝাপাবেন।
প্রেক্ষাগৃহের বৈঠক সেরেই প্রার্থী শেখর দাশ গুপ্ত কে নিয়ে জনসংযোগ প্রচারভিযানে মিছিল করেন স্থানিও লোকশিল্পিরা।

More Stories
দফায় দফায় বৃষ্টিতে ভাসছে বাংলা
বিপর্যয় কাটিয়ে ছন্দে ফেরার চেষ্টায় উত্তরবঙ্গের জেলাগুলি
শনিবার রাতে নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি