
পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর থানার রেমু গ্রামে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। ভোট পর্ব শেষ হয়ে যাওয়ার পর দলীয় পতাকা ছেরা কে কেন্দ্র করে তৃণমূল বিজেপির মধ্যে গোলমাল বাধে। ওই গ্রামের তৃণমূল সমর্থক এর পাঁচটি বাড়ি ভাঙচুর চালায় বলে অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এবং আহত হন তৃণমূল কর্মী চারজন তাদের প্রথমে মোহনপুর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে গুরুতর থাকায় তাকে রেফার করা হয় এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে। বিজেপির তরফ এ সমস্ত ঘটনার কথা অস্বীকার করা হয়েছে বলা হয়েছে এটা জনরোষের কারণেই এই ঘটনা।
More Stories
প্রতি বছরের মতো এবারও জনযন্ত্রণায় ঘাটালবাসী
নিম্নচাপের জোড়াফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে বাংলা
দক্ষিণবঙ্গে ফের গরমে হাঁসফাঁস দশা