February 23, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

নানুরের ডাঙ্গাপাড়ায় 40 টি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়

নানুরের ডাঙ্গা পাড়া গ্রামের চল্লিশটি তাজা বোমা উদ্ধার। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত পরিস্থিতি হয়ে উঠছে বীরভূম। ফের বোমা উদ্ধার হল নানুরের ডাঙ্গাপাড়া গ্রামে পুকুর পাড় থেকে। ডাঙ্গা পাড়া গ্রামের প্রবেশপথেই যে পুকুর রয়েছে তার পাড়ের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশকিছু তাজা বোমা। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে এসে পৌঁছেছে নানুর থানার পুলিশ। তারা তদন্ত শুরু করেছে বোমা গুলি কে বা কারা কেন মজুদ করছিল সেই বিষয়ে জানার জন্য। পুকুর পারে এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমা গুলি যার ফলে যেকোন মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে। অন্যদিকে এদিনই ডাঙ্গাপাড়া গ্রামের পাশেই বাসাপাড়া এলাকাতে রয়েছে বিজেপির মিছিল। বাসাপাড়া বরাবরই তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত। সেখানেই বিজেপি তার শক্তি প্রদর্শনের জন্য মিছিল করছে। এমত অবস্থায় বাসাপাড়া থেকে কিছুটা দূরে বিপুল পরিমাণে বোমা উদ্ধার হওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে নানুরের নিরাপত্তা নিয়ে। তার সঙ্গেই নির্বাচনকে লক্ষ্য করে নানুর যে ফের উত্তপ্ত হয়ে উঠতে চলেছে তা বলার প্রশ্ন রাখে না। খবর দেয়া হয়েছে বম্ব স্কোয়াডে। তারা এসে সেগুলি নিষ্ক্রিয় করবে।