মালদা : নির্বাচনের আগে বেআইনি আগ্নেয়াস্ত্র সহ ধৃত ৪ ।
৪ জনের মধ্যে ৩ জনের বাড়ি বিহারের মুঙ্গের এলাকায়।এক জনের বাড়ি মালদার কালিয়াচকে।
আন্তঃরাজ্য দুস্কৃতি দল নির্বাচনের আগে এরা বিভিন্ন এলাকায় অস্ত্র সরবরাহ করে থাকে বলে জানিয়েছেন, ডিএসপি হেড কোয়ার্টার প্রশান্ত দেবনাথ ।
তিনি বলেন, নির্বাচনের আগে পুলিশের বিশেষ টিম গোপন সূত্রে খবর পেয়ে গাজোল থানার এলাকায় নাকা চেকিংয়ের সময় সোমবার সকালে বিহারের তিনজন বাসিন্দার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে কালিয়াচক থানার সুলতানগঞ্জ এলাকা থেকে উদ্ধার করা হয় ব্রাউন সুগার এবং নগদ প্রায় ২৫ হাজার টাকা। সেখান থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, আন্তঃরাজ্য এই দলটি ব্রাউন সুগার এবং আগ্নেয়াস্ত্র পাচারের সঙ্গে যুক্ত। নির্বাচনের আগে পুলিশের তিনটি দল অভিযান চালিয়ে ব্রাউন সুগার এবং আগ্নেয়াস্ত্রসহ মোট চারজনকে গ্রেপ্তার করে।
তিনি বলেন, রাকেশ কুমার, কংগ্রেস সিং এবং খুরশেদ আলম এরা তিনজন বিহারের মুঙ্গেরর বাসিন্দা। রিন্টু রজক মালদার কালিয়াচকের বাসিন্দা।
ধৃতদের হেফাজতে চেয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়।
এই ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত শুরু করেছে পুলিশ।
More Stories
উৎসবের মরশুম শেষ হতে না হতেই বঙ্গে বেশ ঠান্ডার আমেজ
উত্তুরে হাওয়া প্রবেশ করেছে বঙ্গে
আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত