June 30, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্যদিয়ে তপনের করদহতে উদ্বোধন হলো নবনির্মিত শিব মন্দিরের

তপন: এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্যদিয়ে তপনের করদহতে উদ্বোধন হলো নবনির্মিত শিব মন্দিরের।সেইসঙ্গে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে শিবরাত্রি পুজোয় মাতলেন এলাকার শিবভক্তরা। বৃহস্পতিবার এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্মিত শিব মন্দির এর উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ রুদ্র মহারাজ,এছাড়াও উপস্থিত ছিলেন করদহ বারোয়ারি দুর্গাপূজা কমিটির অন্যতম সদস্য সৌরভ আচার্য, শক্তিপদ দাস,অজয় সরকার,গৌতম হালদার, সুকুমার সাহা,সুনীল আচার্য সহ পুজো কমিটির অন্যান্য সদস্যরা।এদিন মন্দির উদ্বোধনের পরে ভক্তরা মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। এরপরে বর্ণাঢ্য শোভাযাত্রাটি করদহের বিভিন্ন এলাকা পরিক্রমা করে, বলিপুকুর ঘাট থেকে জল সংগ্রহ করে মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।এরপরেই মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় পদাবলী কীর্তন,সেইসঙ্গে ভক্তদের প্রসাদের ব্যবস্থা করা হয় মন্দির কমিটির পক্ষ থেকে।