পশ্চিম মেদিনীপুরের ঘাটালে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। সূত্রের খবর, ঘটনাটি ঘটে ঘাটালের গুরুদাস নগর হাইস্কুলে। অভিযোগ, মঙ্গলবার সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ক্লাসরুমের মধ্যে দরজা বন্ধ করে আটকে রাখেন ও শ্লীলতাহানি করেন স্কুলেরই চণ্ডী গড়াই নামে এক শিক্ষক। যদিও প্রথমে ভয়ে ঘটনার কথা চেপে যায় ওই ছাত্রী। পরে দুদিন বাদে বাড়িতে সব কথা খুলে বলে। মেয়ের মুখে ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনামাত্র-ই স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানায় ওই ছাত্রীর পরিবার। কিন্তু অভিযোগ, এই বিষয়ে বেশ কয়েকবার স্কুলে মিটিং হলেও, কোনও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।
এরপর গতকাল বিকালে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে সরব হন অভিভাবকরা। ঘেরাও করেন স্কুল। অভিযুক্ত শিক্ষককে অবিলম্বে গ্রেফতার করা না হলে, স্কুলে তালা মেরে দেওয়ার হুমকি দেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঘাটাল থানার পুলিস। অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে। পরে রাতে ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে গ্রেফতার করে ও তার সাথে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।