
সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার ৬টি বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর বিধানসভায় তৃণমূলের প্রার্থী গৌতম দাস। গৌতম দাস দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি। এই বিধানসভা কেন্দ্রেই বিগত নির্বাচনে বিপুল ভোটে জয় যুক্ত হয়েছিলেন তিনি। এই নির্বাচনেও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় তারই উপর ভরসা রেখেছেন। সকাল থেকে রাত অবধি গঙ্গারামপুরের বিভিন্ন এলাকায় দলীয় কর্মীদের নিয়ে একাধিক সাংগঠনিক বৈঠক করে চলেছেন গৌতম দাস। পাশাপাশি শহরজুড়ে জোর কদমে শুরু হয়েছে দেওয়াল লিখন কর্মসূচি। সকালবেলা এলাকার কালী মণ্ডপে পূজা দিয়েই প্রত্যহ গৌতম দাস প্রত্যহ দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এলাকার মানুষের দ্বারে দ্বারে পৌঁছাচ্ছেন।গৌতম বাবু জানান উন্নয়নের নিরিখেই গঙ্গারামপুর বিধানসভার মানুষজন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়েই পুনরায় তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। পাশাপাশি তিনি আরো বলেন এবার বিধানসভা নির্বাচনে জয় যুক্ত হলে যে সমস্ত কাজ বিগত পাঁচ বছরে করে উঠতে পারেননি সেই সমস্ত কাজ সম্পন্ন করবেন মানুষের পাশে থেকে।
More Stories
প্রতি বছরের মতো এবারও জনযন্ত্রণায় ঘাটালবাসী
নিম্নচাপের জোড়াফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে বাংলা
দক্ষিণবঙ্গে ফের গরমে হাঁসফাঁস দশা