July 8, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

পশ্চিম মেদিনীপুরের ঘাটালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড় শো

শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- গতকালই নির্বাচন কমিশনারের নির্ঘণ্ট বেজে গেছে। পূর্ব কর্মসূচি মেনে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের নিমতলা মোড় থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত রোড শো তে উপস্থিত ছিলেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি, এই দিন ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ডের ময়রাপুকুরের কাছে পথসভার মাধ্যমে শেষ হয় এই রোড শো।

উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি অজিত মাইতি সহ সমস্ত বিধায়ক থেকে শুরু করে তৃণমূল জেলা নেতৃত্ব। তবে এই দিন দেখা যায়নি ঘাটালের বিধায়ক শংকর দলোই কে, এইদিন রাজ্যসভার সংসদ মানষ ভূঁইয়া বলেন ৫০ থেকে ৬০ হাজার মানুষ এই রোড শোতে অংশগ্রহণ করে পাশাপাশি তিনি আরো বলেন বহু মানুষ ঘাটাল এলাকায় অবরুদ্ধ হয়ে পড়েছে।

তবে সময়সূচি অনুযায়ী অনেক দেরীতে পৌঁছানোয় রাজ্যের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই দিন হেলিকপ্টারে করে ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে নেমে এই রোড শোতে অংশগ্রহণ করে অভিষেক ব্যানার্জি। এই দিন হুড খোলা গাড়িতে চেপে রোড শো করলেন যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়।