December 28, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য কেশপুরের গোটগেড়িয়া গ্রামে

শান্তনু পান, কেশপুর:- বিদ্যুৎপিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১৩ নম্বর অঞ্চলের গোটগেড়িয়া গ্রামে। জানা গিয়েছে ওই মৃত ব্যক্তির নাম বিষ্ণু পলমল, বয়স আনুমানিক ৬৮ বছর। পেশায় ধানকলের মেকানিক এর কাজ করতেন।

প্রতিদিনের মত আজও বাড়ি থেকে বেরিয়ে গেছিলেন কর্মক্ষেত্রে, সেখানে সকালে গ্রামে বিদ্যুৎ না থাকার কারণে ইলেকট্রিক ট্রান্সফর্মার ফিউজ বানতে উঠছিলেন সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল কেশপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।

পাশাপাশি সমগ্র ঘটনায় তদন্ত শুরু করেছে কেশপুর থানার পুলিশ। অন্যদিকে গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে গ্রামে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন এই বিষ্ণু পলমল, তাই তার মৃত্যুতে পরিবার এখন দিশেহারা হয়ে পড়েছে।