December 28, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

জমি নিয়ে বিবাদের জেরে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

মালদা: জমি নিয়ে বিবাদের জেরে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে খুন করার চেষ্টার অভিযোগ উঠল দুই প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার নরহাট্টা অঞ্চলের পালপাড়া লিচু মোড় এলাকায়।
জানা গেছে আক্রান্ত ব্যক্তির নাম ছোটন সাহা। কোতুয়ালি এলাকায় তার বাড়ি।স্থানীয় লিচু মোড় এলাকায় তাদের ১৬ শতক জমি রয়েছে। আক্রান্ত ছোটন সাহার অভিযোগ, অবৈধভাবে সেই জমির দখল নিতে চাইছে সীমন্ত পাল এবং গৌতম পাল। তারা সম্পর্কে দুই ভাই। বৃহস্পতিবার জোরপূর্বক সেই জমিতে চাপা কল বসাছিল তারা। কোর্ট কেস চলছে জায়গাটার উপরে। তারি প্রতিবাদ করায় তাকে কোদাল দিয়ে মারধর করা হয়। তার মাথায় গুরুতর চোট পেয়েছে। ছয় টি সেলাই পড়েছে। বর্তমানে তিনি মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ করা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।