নবান্ন অভিযানে গিয়ে বাম ছাত্র যুব সংগঠনের মইদুল ইসলাম পুলিশের লাঠির আঘাতে গুরুতর আহত হয়, তারপর আজ সকালে তিনি মারা যান, আর তারই প্রতিবাদে এদিন কালনা ব্যান্ডেল শাখার পূর্বস্থলী স্টেশনে ডিওয়াইএফআই কর্মী সমর্থকরা রেল অবরোধ করে বিক্ষোভ দেখাল. এদিন চারটে চল্লিশ নাগাদ ব্যান্ডেল কাটোয়া শাখায় পূর্বস্থলীতে ট্রেন এসে দাঁড়ালে, ট্রেনের সামনে পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে DYFI কর্মী সমর্থকেরা. এখনও পর্যন্ত রেল অবরোধ চলছে|
