মালদাঃ- হবিবপুর থানার অন্তর্গত বি এস এফের ১৫৯ নম্বর ব্যাটেলিয়ানের হাতে ধরাপড়লো ছয়টি মোষ সহ একটি গরু| ১৫৯ নম্বর ব্যাটেলিয়ানের কেদারিপাড়া ক্যাম্পের বি এস এফের সুত্রে জানা গিয়েছে শনিবার ভোরবেলা গোপন সুত্রে খবর পেয়ে ভারত বাংলাদেশ সীমান্তে প্রায় পাঁচটা নাগাত জওয়ানরা ডিউটি করার সময় গরু ও মোষ নিয়ে পার করার চেষ্টা করে দূষ্কৃতিরা | আরাগাছি ও ডাল্লা বিওপি মধ্যে বত্তি এলাকায় সে সময় বি এস এফের জওয়ানদের নজরে আসে গরু ও মোষ নিয়ে যেতে সে সময় বি এস এফে জওয়ানরা ধাওয়া করলে গরু ও মোষ ছেরে পাচারকারী পালিয়ে যায়। বি এস এফের তরফে জানায় ঘন কুয়াশা থাকায় দূষ্কতি পালিয়ে যায়। কর্মবত্য বি এসে এফে হাতে একটি গরু ও ছয়টি মোষ আটক করে। বি এস এফে এই নিয়ে কারা জরিত রয়েছে তানিয়ে নিয়ে ১৫৯ নম্বর ব্যাটেলিয়ের তরফে তদন্ত শুরু করেছে।
