December 28, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

বিজেপির পরিবর্তনের রথের প্রচারে কেশপুরের মহবনী গ্রামে মহিলা মোর্চার উদ্যোগে বাইক মিছিল

শান্তনু পান, কেশপুর:- ১৪ ই ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে আসছে বিজেপির পরিবর্তনের রথ, সেই রথের প্রচারে কেশপুরের দু নম্বর অঞ্চলের মহবনী গ্রামে বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে এক বাইক মিছিলের আয়োজন করা হয়।

এই দিন এই বাইক মিছিলে কয়েকশো বিজেপি কর্মী সমর্থক অংশগ্রহণ করেছে, এই দিন এই মিছিলে উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার মহিলা মোর্চার কোষাধক্ষ্য মধুমিতা পান, ঘাটাল সাংগঠনিক জেলার সদস্য গৌতম রানা, মন্ডল সহসভাপতি প্রশান্ত মালিক সহ একাধিক বিজেপির নেতৃত্ব বৃন্দ।