নদীয়া কৃষ্ণনগর :- কেন্দ্রীয় সরকারের প্রতিবন্ধী আইন চালু হয়েছে সারা দেশজুড়ে সেই আইন থেকে বঞ্চিত আমাদের রাজ্যের প্রতিবন্ধীরা । সেই আইন লাগু করার দাবি নিয়ে এর আগেও একাধিকবার বিক্ষোভ ও ডেপুটেশন জমা দিলেও কোন কার্যকারী করেননি রাজ্য সরকার।আজ তারই প্রতিবাদে প্রতিবন্ধী ভাই-বোনেরা রাস্তায় নেমে আইন অমান্য কর্মসূচি পালন করছে। আজ প্রতিবন্ধীদের আইন অমান্য কর্মসূচিতে পুলিশের বাধা ও ধস্তাধস্তি করতে দেখা গেল প্রতিবন্ধীদের উপর। আজ তাদের কেন্দ্রীয় সরকারের প্রতিবন্ধী আইনের কার্যকারী করার দাবি নিয়ে জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি জমা করতে দাইনি প্রশাসন এমনটাই দাবি আন্দোলনকারীদের। সরকারি একাধিক সুযোগ-সুবিধা ও প্রতিবন্ধী সুরক্ষা রয়েছে এই প্রতিবন্ধী আইনে। মূলত কেন্দ্র সরকারের প্রতিবন্ধী আইন থেকে বঞ্চিত হচ্ছে আমাদের রাজ্যের প্রতিবন্ধী ভাই-বোনেরা। তাদের দাবি রাজ্যে কেন্দ্রীয় সরকারের সেই প্রতিবন্ধী আইন চালু করতে হবে । তাদের সেই ন্যায্য দাবি আদায় নিয়ে এই আইন অমান্য কর্মসূচি।।
